Ultimate magazine theme for WordPress.

বেনাপোলে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের…

কমলগঞ্জে স্বামীকে অচেতন করে স্ত্রীর পরকিয়ায়…

কুমিল্লায় করোনায় ২৪ ঘন্টায় শনাক্ত ৫৯

0 ৮৫

বর্তমান খবর,কুমিল্লা প্রতিনিধি :
গত ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনা ভাইরাসে নতুন করে আরও শনাক্ত হয়েছেন ৫৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৬৫ জন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এর রিপোর্টে কোন মৃত্যু দেখানো হয়নি। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৩৭১জনে দাঁড়ালো। এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ২১জন,আদর্শ সদর ০৩জন, লাকসাম ০৬জন, বুড়িচং ০১জন, ব্রাক্ষণপাড়া ০২জন, হোমনা০৬ জন, মেঘনা ০৩জন, তিতাস ০১ জন, মনোহরগঞ্জ ০১ জন, দেবিদ্বার ০১ জন,চান্দিনা ০৩ জন,দাউদকান্দি ০৫ জন,মুরাদনগর ০১ জন।

Related Posts

বেনাপোলে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাদের…

বৃহস্পতিবার(২৯ এপ্রিল)এর রিপোর্টে সুস্থ ২৭জন দেখানো হয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৪৭জন করোনা রোগী। বৃহস্পতিবার সুস্থ কুমিল্লা সিটি কর্পোরেশনে ২৫জন, আর্দশ সদরে ০২ জন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৬৮হাজার ২১৩জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৬৭ হাজার ৫০২জনের। এর মধ্যে ১১ হাজার ৯৬৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা বৃহস্পতিবারের রিপোর্ট প্রাপ্তি: ৩৫৩। এদের মধ্যে নতুন সনাক্ত: ০৩।

মন্তব্য করুন

Your email address will not be published.